অগ্নি ঝরা মার্চের প্রথম প্রহরে নন এম পি ও শিক্ষকদের আকুতিঃ
পি কে রায় চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
*** শতবর্ষে বিনম্র শ্রদ্ধা ***
০১/০৩/২০২০ খ্রীঃ
মোকারম হোসেন
>>>>>>><<<<<<<
শতবর্ষ আগে জন্মেছিলে তুমি,
নামটি ছিলো খোকা বাবু।
অন্যায় দেখিলে বিদ্রোহের সুরে,
তর্জনীতে করিতে কাবু।
ব্রিটিশ খেদাও আন্দোলনের
গেয়ে ছিলে তুমি গান,
অগ্রে ছিলে বুক ফুলিয়ে
করোনি পিছুটান।
জেল খেটেছো,অত্যাচারিত হয়েছো
করেছে নির্যাতন,
তাই তো তুমি সবার হৃদয়ে
রয়েছো আ'মরণ।
৫২'র ভাষা আন্দোলনের
ছিলে তুমি আগোয়ান,
মায়ের ভাষা পেয়ে মোরা
বিশ্বজুড়ে গাই তোমারই জয়গান।
৭১'রে গর্জে উঠে তুমি,
দিয়েছো স্বাধীনের ডাক।
শত প্রলোভনেও অবিচল থেকে
বাঙ্গালীকে করেছ অবাক!
শিহরণ জাগানো তোমার মুক্তির ডাকে
মুক্তিসেনারা রক্ত দিয়েছে ঝাঁকে ঝাক,
৩০ লক্ষ জীবন উৎসর্গ করে
স্বাধীন হয়ে বাংলা
বিশ্বকে করেছে হতবাক।
ঘাতকেরা তোমার বুকে চালিয়ে গুলি
জাতির সাথে করিছে বেইমানি,
দিশেহারা জাতি খুড়িয়ে খুড়িয়ে
তখন করিছে হানাহানি।
তোমারই যোগ্য উত্তরসূরী
জননেত্রী শেখ হাসিনা,
ক্লান্তি কালে দেশ বাঁচাতে
হয়েছেন দিশেহারা।
রেখে যাওয়া তোমার
সোনার বাংলায়
ধরিয়াছে হাল,আর তুলিয়াছে পাল
যতদিন থাকিবে মুজিব কন্যা
দেশকে বাঁচাবে চিরকাল
সোনার বাংলায় মাথা উঁচু করে
জয় বাংলা শ্লোগানে,
পালন করে হাসি কান্নার দিন
বঙ্গবন্ধু স্মরণে।
সেই দিনের সেই খোকা বাবু
আমার বাংলার বঙ্গবন্ধু,
স্বাধীনতার স্হপিত,বিশ্বের মহান নেতা।
শততম জন্ম বার্ষিকীতে
মনে রেখেছি এক সিন্ধু।
হে পিতা তোমাকে দেবার মত
নন এমপিওদের বাকী কিছইু নাই,
আছে শুধু অশ্রুমাখা ভালোবাসা
তাতেই বিনম্র শ্রদ্ধা জানাই।
রুজি ছাড়া করিবো শিক্ষকতা
প্রাণও যদি মোর যায়,
অটুট থাকিবো তোমার প্রতিশ্রুতিতে
আমার সোনার বাংলায়
পিতা তোমার ভালোবাসা
আর মায়া মমতার টানে,
বাংলার শিশু কিশোরদের গড়বো মোরা
এই পন মোদের মনে।
তোমার শত জন্ম বার্ষিকীতে
নন এমপিও'র অভিশাপ মোচন হবে,
এযে মোদের বড়ো আশা
লক্ষ নন এমপিও শিক্ষকের প্রত্যাশা।
হে মোর সৃষ্টি কর্তা,,,,
যে বঙ্গবন্ধুর হাতে ধরে
দিয়েছো স্বাধীনতা আর
মানচিত্রের পতাকা,
যতনে রাখিও মোর মুজিব নেতাকে
উঁচুতে দিও অসীম মর্যাদা,